রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন শহীদ মিনারের পাশ থেকে ৪০ পুরিয়া হেরোইন ও দৌলতদিয়া মহাসড়কের খানকা শরিফের সামনে হতে অপর আর একজনকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারি যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। হেরোইনসহ গ্রেফতারকৃত যুবক ফরিদপুর জেলার কোতোয়ালি উপজেলার তাইজ্জুদ্দিন মাতব্বর ডাঙ্গী গ্রামের শহিদুল খানের ছেলে সাইফুল খান (২৩)। ইয়াবাসহ অপর আরেক যুবক রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া গ্রামের মো. সালাম মোল্লার ছেলে মো. শান্ত মোল্লা (২০)।
জানা যায়, গোপন সংবাদ পেয়ে সোমবার দুপুরে মো. সাইফুল খান (২৩) কে ৪০ পুরিয়া হেরোইনসহ এবং ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. শান্ত মোল্লা (২০) কে আটক করে থানা পুলিশ।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।