বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ৯ম গ্রেড দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৭ Time View

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (ইউএপিইও) পদে কর্মরত কর্মকর্তাগণের গ্রেড ১০ম হতে ৯ম উন্নীতকরণের দাবিতে প্রধান উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গত রোববার রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোভুক্ত ‘উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (ইউএপিইও)’ পদটি ১৯৭৮ সালে সৃষ্টি হয়েছে। পরবর্তীতে ১৯৯৪ সালে সংশোধিত নিয়োগবিধি অনুযায়ী পদটি ১০ম গ্রেডে উন্নীত করা হয়। সে সময়ের অধস্তন প্রধান শিক্ষক পদটি ১৭তম গ্রেডে এবং সহকারী শিক্ষক পদটি ১৮তম গ্রেডে ছিল। পরবর্তিতে প্রধান শিক্ষক পদটি কয়েক দফায় উন্নীত করার ফলে ২০১৪ সালে ১১তম গ্রেড এবং সম্প্রতি উচ্চতর আদালতের রায়ে ১০ম গ্রেড ও সহকারী শিক্ষক পদটি চার দফায় ২০২০ সালে ১৩তম গ্রেডভুক্ত হয়। ১৯৯৪ থেকে ২০২২ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই দপ্তরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পিটিআই সুপারিনটেনডেন্ট পদটি ৯ম গ্রেড থেকে ৬ষ্ঠ গ্রেডে এবং পিটিআই ইন্সট্রাক্টর পদটি ৩য় শ্রেণি থেকে ১ম শ্রেণি (৯ম গ্রেড) উন্নীতকরণ করা হয়েছে। এছাড়াও উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের সমগ্রেডের কর্মকর্তাগণ এই সুদীর্ঘ ৩০ বছরে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ হয়েছে। কিন্তু দীর্ঘ ৩০ বছর ধরে ইউএপিইও পদটি ১০ম গ্রেডেই অপরিবর্তিত রয়েছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ইউএপিইওগণ তাদের চাকুরীর কর্মপরিধির বাহিরে বিভাগীয় কাজের পাশাপাশি অন্যান্য বিভাগের ৯ম গ্রেডের কর্মকর্তাগণের ন্যায় সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করে থাকেন। ভোটার রেজিষ্ট্রেশন সংক্রান্ত কাজে সহকারী রেজিষ্ট্রেশন অফিসার, নির্বাচনে প্রিজাইডিং অফিসার, ভিজিএফ ও ভিজিডি সংক্রান্ত কাজে তদারককারী কর্মকর্তা, সমাজসেবামূলক কাজ, পরিবার পরিকল্পনা সংক্রান্ত কাজ, স্বাস্থ্যসেবা ও নকল মুক্ত পরিবেশে পাবলিক পরীক্ষা অনুষ্ঠানে সহায়তা প্রদানসহ জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক অর্পিত বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করে থাকেন। অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত এমএফ (আইসি) ২/৭৩/৩ নং স্মারক অনুযায়ী নন ক্যাডার ১ম শ্রেণির (৯ম গ্রেড) কর্মকর্তার জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং ইউএপিইওগণের নিয়োগবিধিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলী একই।

বর্তমানে উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এর অনুমোদিত পদসংখ্যা ২৬০৭ টি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর পদসংখ্যা ৫১৬ টি। উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এর পদ সংখ্যা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর পদ সংখ্যার পাঁচগুণেরও বেশি। নিয়োগবিধি অনুযায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদের ৫০% হিসেবে ২৫৮টি পদে প্রতি ১০ জনে ১ জন ইউএপিইও পদোন্নতির সুযোগ রাখা হয়েছে। ফলে উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণ দীর্ঘ ২০/২৫ বছর যাবৎ একই পদে চাকুরী করছেন, এমনকি অধিকাংশ কর্মকর্তা একই পদে থেকে অবসরে যাচ্ছেন। ফলে তাদের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে এবং কর্মস্পৃহা হ্রাস পাচ্ছে। তাদের পদমর্যাদা বৃদ্ধি করা হলে পদোন্নতির প্রত্যাশা অনেকাংশে পূরণ হবে এবং কর্ম উদ্দীপনা বৃদ্ধি পাবে। সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মামলার পরিপ্রেক্ষিতে গত ১৩.০৩.২০২৫ তারিখে সিভিল রিভিউ পিটিশন ১২৪/২০২২ খারিজ হয় এবং মূল মামলার রিট পিটিশন নং ৩২১৪/২০১৮ এর রায় বহাল থাকে। অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি ০৯.০৩.২০১৪ হতে ১০ম গ্রেডে উন্নীতকরণের চূড়ান্ত রায় প্রদান করা হয়। উল্লেখ্য ইউএপিইওগণ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের প্রশাসনিক ও একাডেমিক তত্ত্বাবধায়ক, মেন্টর, মনিটর, এসিআর ও ছুটি প্রদানকারী কর্মকর্তা। এক্ষেত্রে ইউএপিইও, প্রধান শিক্ষক একই গ্রেড হওয়াতে তাদের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসেবে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে বিশৃঙ্খলা সৃষ্টি ও চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে।

ইউএপিইও এর পদটি ৯ম গ্রেডে উন্নীত করা হলে সরকারের তেমন আর্থিক সংশ্লিষ্টতা এবং বাড়তি বরাদ্দের প্রয়োজন হবে না। কারণ অধিকাংশ ইউএপিইওগণ ১০ম গ্রেড হতে উচ্চতর গ্রেড/টাইম স্কেল/সিলেকশন গ্রেড পেয়ে ইতোমধ্যে ৭ম, ৮ম ও ৯ম গ্রেডে বেতন ও ভাতাদি প্রাপ্ত হচ্ছেন।

বর্ণিতাবস্থায়, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, মাঠ পর্যায়ে কাজের গতিশীলতা বৃদ্ধি ও প্রাথমিক শিক্ষা প্রশাসনের শৃংখলা/চেইন অব কমান্ড বজায় রাখার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কর্মরত ‘উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার’ পদে কর্মরত কর্মকর্তাগণের গ্রেড ১০ম হতে ৯ম গ্রেড-এ উন্নীতকরণের ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানানো হয় স্মারকলিপিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com