বাংলা নববর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে লোকজ মেলার দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেলে ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক সুলতানা আক্তার।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইমরুল হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
আয়োজকরা বলেন, ঘুড়ি ওড়ানো আমাদের লোকবাংলার ঐতিহ্য আর সংস্কৃতির অংশ। কিন্তু কালের আবর্তনে সবকিছুর মত ঘুড়ি ওড়ানো হারিয়ে যেতে বসেছে। যদিও কালেভদ্রে ঘুড়ি ওড়ানো দেখতে পাওয়া যায়। ঘুড়ি ওড়ানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই এ উদ্যোগ।