রাজবাড়ীতে পহেলা বৈশাখ উপলক্ষে উৎসব-উদ্দীপনায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে ডা. কামরুল হাসান লালী ও ডা. রেহেনা ফাউন্ডেশন এবং রাজবাড়ী প্রেসক্লাবের সহযোগিতায় এই খেলা অনুষ্ঠিত হয়। লাঠি খেলার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, রাজবাড়ীর যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. কামরুল হাসান লালী, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন ডা. কামরুল হাসান লালী ও ডা. রেহেনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কালাম।
সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলা উপভোগ করতে সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন। লাঠিয়ালরা বিভিন্ন রঙের পোশাক পরে মাঠে নেমেছেন। ঢোলের তালে তালে খেলোয়াররা তাদের খেলা প্রদর্শন করছেন।
এসময় আবুল কালাম বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়েছে। খেলায় মোট তিনটি দল অংশ নিয়েছে। এই খেলায় কোন দল বিজয়ী হবার জন্য প্রতিযোগীতায় নামেনি। যেই দল দর্শকদের বেশি আনন্দ দিতে পারবে। সেই দল আজকের বিজয়ী হবে।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, লাঠি খেলার মূল উদ্দেশ্য গ্রামীণ ঐতিহ্যকে ফিরিয়ে আনা। রাজবাড়ী মানুষ যাতে নতুন বছরকে ঘিরে আনন্দ উপভোগ করতে পারে সেই উদ্দেশ্যেই আজকের এই আয়োজন। উপস্থিত দর্শক আজকের আয়োজনকে করেছে।