গতকাল মঙ্গলবার রাজবাড়ী সদর থানার পুলিশ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করেছে। তারা হলো সদর উপজেলার উড়াকান্দা গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে মোঃ মাহতাব কুজু, সাভার পাচুরিয়ার আলম সর্দারের ছেলে সবুজ মিয়া ও মড়ডাঙ্গা গ্রামের গোলাপ মন্ডলের ছেলে রাজিব মন্ডল। রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী মাহতাব কুজু (৪০), সবুজ মিয়া (৩৫), রাজিব মন্ডল (৩২)কে তাদের নিজ নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতে চালান করা হয়েছে।