রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনে শিক্ষার্থীদের হামলা মামলায় আওয়ামীলীগের ২০ নেতা কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করেছে আদালত। রবিবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের জজ জামিন না মঞ্জুর করে আত্মসমর্পকারী ২০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামীদের পক্ষে আইনজীবি জামিন চাইলে রাজবাড়ী ১ নং আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. তামজিদ আহম্মেদ জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়। আসামীরা সকালে রাজবাড়ী আদালতে হাজির হয়ে আইনজীবির মাধ্যমে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।
উল্লেখ্য, গত ৫ আগষ্টে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর রাজবাড়ী বৈষম্য বিরোধী শিক্ষার্থী হামলা মামলা রাজিব মোল্লা বাদী হয়ে ১৭০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে সদর থানায়। আসামীরা হলেন পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দীন আহম্মেদ সুজন, সাজ্জাদুল কবির জিম, ইব্রাহিম মন্ডল, দেলোয়ার হোসেন রনি, সোহরাব, রিপন মোল্লা, রনি, আমিরুল ইসলাম, আইয়ুব শেখ, পান্নু সরদারসহ বিশ জন।