রাজবাড়ী জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং ক্রেতাদের প্রশংসা কুড়িয়েছে। এতে করে দ্রব্যমূল্যে ভারসাম্য এসেছে।
রাজবাড়ী জেলা প্রশাসন সূত্র জানায়, রাজবাড়ী জেলার জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের নির্দেশনায় মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে গতকাল শনিবার বাজার মনিটরিং এর অংশ হিসেবে রাজবাড়ী সদরের কাঁচাবাজার, মাংসবাজার, মুরগীবাজার, মাছবাজার, ডিমবাজার ও স্বনামধন্য মুদি ব্যবসায়ী ও পণ্য পরিবেশকদের ব্যবসা প্রতিষ্ঠানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। সকল স্থানে পণ্যের ক্রয়মূল্যের ভাউচার ও বিক্রয়মূল্য যাচাই করা হয়। পণ্য পরিবেশকদের নির্ধারিত মূল্যে শুধুমাত্র নির্দিষ্ট পণ্য বিক্রয়ের এবং পাইকারী ও খুচরা উভয় পর্যায়ে অযৌক্তিক বা অস্বাভাবিক মুনাফায় পণ্য বিক্রয় না করার জন্য সকল ব্যবসায়ীর প্রতি আহ্বান জানানো হয়। অন্যায্য মূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য তিনটি প্রতিষ্ঠানকে সতর্ক করার লক্ষ্যে স্বল্পমাত্রায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।
পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতরের দিনগুলোতে দ্রব্যমূল্য সাধারণ ভোক্তা তথা জনসাধারণের ক্রয়সীমার মধ্যে রাখার লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।
মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ। এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক, ক্যাবের প্রতিনিধি নাসির উদ্দীন সহযোগিতা করেন।