জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উপলক্ষে রাজবাড়ীতে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারে জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক। এছাড়াও রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, আজ থেকে আমাদের অঙ্গিকার হোক, আমরা জাটকা ধরবো না, অন্যকেও ধরতে দেবো না। এই নির্দিষ্ট সময়টাতে জাটকা ধরা যাবে না। এটা সরকারি নিষেধাজ্ঞা, তাই মেনে চলতেই হবে। কারণ, আমরা যদি এই সময়ে জাটকাটা না ধরি, তাহলে এগুলো বড় হলে আমরা প্রচুর পরিমাণে ইলিশ সম্পদ পাবো। আমাদের এই পদ্মার পানি স্বচ্ছ ও পানযোগ্য পানি। অথচ এই পানিকে আমরা কাজে লাগাতে পারছি না। আমরা চেষ্টা চালাচ্ছি, এই পদ্মার জন্য চিংড়ি নিয়ে গবেষণা শুরু করেছি। শুধু ডিমের অপেক্ষায় আছি, সামনে ডিম পেলে আমরা এই নদীতে উন্নত জাতের চিংড়ি আনতে পারবো। তখন আর শুধু ইলিশের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে না আমাদের। আমরা আপনাদের গরু দিয়েছি সেটার মাধ্যমেও আপনারা স্বাবলম্বী হতে পারেন।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আজ আপনারা ওয়াদা করেছেন এসময় জাটকা ধরবেন না। পাশাপাশি আপনাদের ছেলে-মেয়েদের লেখাপড়া করানোর বিষয়েও সচেতন হন। যাতে ভবিষ্যতে তাদের এই পেশায় আসতে না হয়। আরও উন্নত জীবনযাপন করতে পারে সেই চেষ্টা করবেন। এছাড়াও বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের জন্য সরকার বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। সেই সুযোগগুলো গ্রহণ করে নিজেদের জীবনযাপনের মান উন্নত করতে পারবেন। তাই আমাদের সকলেরই উচিত এ বিষয়ে সচেতনতা গড়ে তোলা।