রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকালে রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খন্দকার ইজাজুল হক মনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তিনি বলেন, নির্বাচন করলে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেই দলীয় নমিনেশন আনতে হবে। যারা আমার বিরুদ্ধে ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে তাদের বলি তোমাদের সৎ সাহস থাকলে নিজের আইডি দিয়ে লেখ। যারা ভুয়া ফেসবুক পেজ থেকে অপপ্রচার চালাচ্ছে আমি তাদের ভুয়া বাবার সন্তান বলি। আমরা মানুষের ভালবাসা নিয়ে রাজনীতি করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায় সুস্থ। দ্রুত তিনি দেশে আসবেন নির্বাচন করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দ্রুত দেশে আসবেন এবং দলের হাল ধরবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আপনাদের সাথে নিয়ে ভোটের মাঠে লড়বো।
এসময় অন্যানের মাঝে বক্তৃতা করেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাহমুদুল হক রোজেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো হাবিবুর রহমান রাজা,কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কে এম আইনুল হাবিব, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, সাবেক সদস্য সচিব মিজানুর রহমান বিল্লাল, কেন্দ্রীয় যুবদল নেতা আজমির হোসেন, জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান বাবু, নবাবপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু, কালুখালী উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান, বালিয়াকান্দি উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব কামরুজ্জামান কামরুল প্রমুখ।