রাজবাড়ী বালিয়াকান্দিতে উপজেলা কৃষি পূনর্বাসন কমিটির বাস্তবায়নে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ ১ মৌসুমে উফশী আউশ ধান ও পাট ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি দপ্তরের কৃষক প্রশিক্ষন কেন্দ্রে বিতরনী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তা মো রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজওয়ান হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলে রাব্বী, উপসহকারী কৃষি কর্মকর্তা রমেন বিশ্বাস, সহ উপকারভোগীরা। উপজেলার ৩০০জন কৃষকের জনপ্রতি ৫কেজি ধান বীজ, ডিএপি ১০ কেজি এমওপি ১০ কেজি এবং ১৮৫০ জনের মাঝে জনপ্রতি ১ কেজি পাটবীজ, ডিএপি ৫ কেজি ও এমপি ৫ কেজি করে বিতরণ করা হয়।