ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী বর্বোরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা শহরের আজাদী ময়দানে রাজবাড়ী জেলা ইমাম কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ মাওলানা মো. ইলিয়াস মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রাজবাড়ী জেলা ইমাম কমিটির সহ-সভাপতি আবুল এরশাদ মো. সিরাজুম মুনির, মাওলানা আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী আবু ইউসুফ, সদর উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির সাদী প্রমুখ৷ সমাবেশে সঞ্চালনা করেন ইমাম হাফেজ সাব্বির হোসাইন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক হয়ে পান্না চত্তরে প্রদক্ষিণ করে এক নম্বর রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। সেখানে একটি দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন আবুল এরশাদ মো. সিরাজুম মুনির।