চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন কিডনি রোগে আক্রান্ত ওলিউল্লাহ শেখ ওলি। তবুও বাঁচতে চান স্ত্রী-সন্তানের জন্য। এজন্য সাহায্য চেয়েছেন বিত্তবান মানুষের কাছে। ওলিউল্লাল রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের মহিষবাথান গ্রমের আছিরউদ্দিন শেখের ছেলে। স্ত্রী ও ১২ বছর বয়সী মেয়ে নিয়ে মানবেতর জীবন করছেন তিনি।
ওলিউল্লাহ শেখ জানান, তার বাবা পেশায় একজন রিক্সাচালক। তারা হতদরিদ্র। ভাগ্যের চাকা ঘোরাতে ধারদেনা করে তিনি মালয়েশিয়া গিয়েছিলেন। ভালই চলছিল সবকিছু। ২০২৩ সালে তার শারীরিক সমস্যার কারণে সেখানে একটি অপারেশন করাতে হয়। তখন মালয়েশিয়ার ডাক্তাররা বলেছিলেন কিডনিতে সমস্যা রয়েছে। এর কিছুদিন পর তার পা ফুলে যায়। মালয়েশিয়ার যে কোম্পানীতে চাকরি করতেন সে কোম্পানীর মালিক তাকে জানিয়ে দেন অসুস্থ অবস্থায় কাজে রাখা যাবেনা। ২০২৩ সালের নভেম্বর মাসে তিনি দেশে ফিরে আসেন। মালয়েশিয়া থাকতে যে টাকা জমিয়েছিলেন তা দিয়ে কিছু ধারদেনা শোধ করেন। বাকী টাকা দিয়ে একটি অটোরিক্সা কিনে চালাতেন। দিন দিন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডাক্তারের কাছে যান। কিডনির গুরুতর সমস্যা ধরা পড়ে। কিছুদিন আগে ডাক্তার তাকে জানিয়েছেন কিডনি প্রতিস্থাপন করতে অথবা নিয়মিত ডায়ালিসিস করতে। এরপর থেকে ডায়ালিসিস শুরু করেন। গত তিন মাস ধরে ডায়ালিসিস করাচ্ছেন। একবার ডায়ালিসিস করতে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়। প্রতি সপ্তাহেই করতে হচ্ছে। কিডনির চিকিৎসা করার খরচ যোগাতে অটোরিক্সাটি বিক্রি করেছেন। বাড়িতে দুটি গরু ছিল সেগুলোও বিক্রি করেছেন। এ পর্যন্ত চার পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। এখন সম্বল বলতে আর কিছু নেই। শারীরিক সমস্যার কারণে কাজও করতে পারেন না। এখন আর সংসার চালানোর উপায় নেই। খুবই মানবেতর জীবনযাপন করছেন। আশেপাশে মানুষ ও আত্মীয় স্বজনের কাছে চেয়েচিন্তে কোনোমতে চলছেন। সাবেক ইউপি চেয়ারম্যন খোরশেদ আলীও তাকে কিছু সহযোগিতা করেছেন। তিনি বলেন, ছোট মেয়েটার অসহায় মুখের দিকে তাকালে কষ্টে বুকটা ফেটে যায়। আমার স্ত্রী-সন্তানের জন্য বাঁচতে চাই। সমাজে তো অনেক ধনী মানুষ আছেন যারা আমাকে সাহায্য করলে স্ত্রী-সন্তান নিয়ে বাঁচতে পারতাম।
বাণিবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম জানান, ওলিউল্লাহ খুব অসহায়। চিকিৎসা করাতে গিয়ে সে নিঃস্ব হয়ে গেছে। তাকে কেউ সহযোগিতা করলে একটি পরিবার বেঁচে যেত। দেশের বিত্তবান, হৃদয়বান মানুষের কাছে ওলিউল্লাহকে সহায্যের জন্য তিনিও আবেদন জানিয়েছেন।
ওলিউল্লাহ শেখের সাথে যোগাযোগের মোবাইল নম্বর ০১৩১৮৯৩০৪৩৫।