ফিলিস্তিনের গাঁজায় ইসরায়েলী বর্বর হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২ টায় রাজবাড়ী জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহবায় আরিফুল ইসলাম রোমান, যুগ্ম আহবায়ক আসজাদ হোসেন আজাদ, রাসেল শেখ, জেলা ছাত্র দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলার ছাত্র দলের সাধারণ সম্পাদক প্যারিস হোসেন। এসময় জেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সহ-সভাপতি হীরা শেখ, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তানভীর খান, সাবেক সভাপতি টোকন মন্ডল, সাবেক সিনিয়র সহ-সভাপতি জামিল সরদার, সাধারণ সম্পাদক রাজন মন্ডলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গাঁজায় ইসরায়েল যে বর্বর হামলা চালাচ্ছে এটা মেনে নেওয়া যাচ্ছে না। যুদ্ধের নিয়ম ভঙ্গ করে অর্থাৎ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাঁজায় হামলা করা হচ্ছে। হামলায় শিশু, নারীসহ হাজার হাজার নাগরিক মারা যাচ্ছে। কিন্তু জাতিসংঘ আজ নিরবে বসে আছে। আজ সারা বিশ্বের মানুষ ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।