গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নববর্ষ উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ীর স্থানীয় সরকার উপ পরিচালক মাজহারুল ইসলাম, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, রাজবাড়ীড় জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, রাজবাড়ী শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মামুন বিন সালেহ, জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান।
সভায় নববর্ষ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়। বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।