রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ রোববার রাতে ৫০ পুরিয়া হেরোইনসহ নাসির খান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার শাহজাহান খানের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া ইউনিয়নের স্টেশন রোড সংলগ্ন এশিয়া বোডিং এর সামনে থেকে হেরোইনসহ নাসিরকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।