জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে রবিবার রাজবাড়ীতে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল খান। অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক, জেলা ক্রীড়া কর্মকর্তা আমানউল্লাহ আহমেদ ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল।
এর আগে একটি টি-টেন ক্রিকেট প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। আলোচনা শেষে প্রীতিম্যাচে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।