রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের নতুন ভোটার হালনাগাদ শুরু হয়েছে। গতকাল শনিবার এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর, বালিয়াকান্দি নির্বাচন অফিসের নতুন ভোটার হালনাগাদ করনের টিম লিডার সায়মন সোহাগ, ইউপি সদস্য পলাশ কর, আকরাম হোসেন, আবু তালেব, কামরুল ইসলাম, আব্দুল কুদ্দুস, আবু সাঈদ, মহিলা সদস্য মর্জিনা বেগম, সাফিয়া বেগম, আসমা বেগম প্রমূখ। সম্ভাব্য ১৭০০ নতুন ভোটারের ছবি তোলা হবে নবাবপুর ইউনিয়ন পরিষদে। শনিবার ১,২,৩ নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলা হবে। রবিবার ৪,৫,৬ নং ওয়ার্ড ও সোমবার ৭,৮,৯ নং ওয়ার্ডের নতুন ভোটার হালনাগাদ করন করা হবে।