রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।
গত বুধবার কালুখালীতে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে সুজন শেখ (২৫) নামের এক যুবক নিহত হয়। কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের এটি রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সুজন শেখ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের লিয়াকত শেখের ছেলে। জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া বাজার থেকে হিরু মোল্লার ঘাটের রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে গঙ্গানন্দপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন সুজন শেখ। তিনি গঙ্গানন্দপুর মোল্লাপাড়া ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সদর হাসপাতালে স্থানান্তর করেন। পথে তিনি মারা যান। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে গত মঙ্গলবার রাতে রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রাজবাড়ী সদর উপজেলা মিজানপুর ইউনিয়নের বাগমারা মোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জিয়াউর রহমান কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের কলকলিয়া গ্রামের নাদের হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। রাত ১০ টার দিকে মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে বাগমারা মোড় এলাকায় সড়কে কালুখালী অভিমুখী একটি মাহিন্দ্র পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন