বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নের রতনদিয়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে মো. আনিস শেখ নামের এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বালিয়াকান্দি থানার এসআই কাঞ্চন সহ পুলিশের একটি টিম। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপন।