পবিত্র মাজে রমজান উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। জানা গেছে, রাজবাড়ী জেলার জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং এর অংশ হিসেবে রাজবাড়ী সদরের মাটিপাড়া বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। ফলের দোকানগুলোতে বিভিন্ন ফল ও কাঁচাবাজারে সবজি ও বিভিন্ন পণ্য, বিশেষত বেগুন, আলু, লেবু ও শসার দ্রব্যমূল্য যাচাই করা হয়। এছাড়া ইফতার সামগ্রী প্রস্তুতকারক দোকানগুলোতে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। সকল ব্যবসায়ীকে অতিরিক্ত মুনাফা না করার জন্য পরামর্শ দেওয়া হয়।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ। সহযোগিতা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক, ক্যাবের প্রতিনিধি নাসির উদ্দীন প্রমুখ।