মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের যুবক মাজেদ খান। তিনি একই ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে। জীবিকার তাগিদে ৯ মাস আগে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন পরিবারের তিনি।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মাজেদ প্রায় ৯ মাস আগে মা-বাবা, ও ৫ বছরের একমাত্র মেয়েকে রেখে মালয়েশিয়ায় যান। তিনি পেনাং শহরে একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে গত সোমবার সকালে মালয়েশিয়ায় নতুন ভিসার জন্য মেডিকেল করতে যাওয়ার সময় পথে রাস্তা পারাপারের সয় গাড়িচাপায় তিনি নিহত হন। মাজেদের মরদেহ দেশে আনার জন্য দাবি পরিবারের সদস্যদের। নিহত মাজেদের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারে চলছে শোকের মাতম। আদরের সন্তানের শোকে বারান্দায় শুয়ে বার বার জ্ঞান হারাচ্ছেন তার মা। বাড়ির উঠানে স্বজনদের আহাজারি। নিহত মাজেদ খানের বাবা মোয়াজ্জেম খান বলেন, তার ছেলে মালয়েশিয়ায় সগক দুর্ঘটনায় মারা গেছে। আমার ছেলের মরদেহ দেশে আনতে চাই। সরকার যেন দ্রুত আমার ছেলের মরদেহ দেশে আনার ব্যবস্থা করে দেয়।