বাংলা হেল্প এবং বিসিএসএস-এর প্রতিনিধিদল বুধবার কেকেএস এর বিভিন্ন প্রকল্প ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন। প্রতিনিধি দল কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেকেএস সেফ হোম, ফকীর আব্দুল জব্বার-ফকীর আব্দুল মান্নান অসহায় বৃদ্ধা ও কল্যাণ কেন্দ্র, দৌলতদিয়া, রাজবাড়ী বিনোদপুর শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এরই ধারাবাহিকতায় কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বাংলা হেল্প, বিসিএসএস, সেভ দ্য চিলড্রেন এবং কেকেএস-এর প্রতিনিধিদের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দৌলতদিয়া পূর্বপাড়ার শিশুদের লেখাপড়া চলমান রাখার লক্ষ্যে এসভার আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। সভায় উপস্থিত ছিলেন দাতা সংস্থার প্রতিনিধিবৃন্দ- যুক্তরাষ্ট্রের নাগরিক জেরারডো আলবার্ত, ইমিলি ক্লেলিয়া, ওয়াইক্লিফ সিয়ান, বিসিএসএস এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সোহাগ বৈদ্য তোতন, সেভ দ্য চিলড্রেনের ম্যানেজার (শিক্ষা), সাইফুল ইসলাম খান সেলিম, টেকনিক্যাল স্পেশালিষ্ট (শিক্ষা) ফিরোজা খাতুন, কেকেএসের উপদেষ্টা ফকীর আব্দুল মান্নান, টিপ-প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার শাহাদৎ হোসেন, প্রদ্বীপ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর রুমা খাতুন, ফাইন্যান্স এন্ড এইচআর অফিসার অনিন্দ্য কুমার কুন্ডু, সহকারী প্রজেক্ট অফিসার মো. মঞ্জুরুল আলম, বাংলা হেল্প এবং কেকেএস-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সভায় শিশুর শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়, যা শিশুদের সঠিক শিক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে।