রাজবাড়ী পৌরসভার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”এই প্রতিপাদ্যে রাজবাড়ী পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালক এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিইডি”র সহযোগিতা আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে রাজবাড়ী পৌরসভার সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে পৌরসভার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক মো. ইমরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. তায়েব আলী, প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম, সহকারী কর নির্ধারক মো. নুরুনবী বাবু প্রমুখ।