রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল ৩২ মামলার আসামি কালু হাওলাদারকে রোববার সন্ধ্যায় মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে। সে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের ফজলু হাওলাদারের ছেলে।
রাজবাড়ীর ডিবি সূত্র জানায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় দায়ের করা ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামি কালু। ডিবি পুলিশের একটি দল রোববার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে মাদারীপুর সদর উপজেলার সূর্যমনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ২২টি ডাকাতি, অস্ত্র, চুরি, চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে ৩২ টি মামলার তথ্য পাওয়া গেছে। সোমবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।