যৌথবাহিনীর সদস্যরা শুক্রবার দিনগত রাত ৪টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও চারটি গ্রেনেডসহ সামসুল আলম বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতার সামচুল আলম বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের বিশ্বাস পাড়া গ্রামের সাদেক আলী বিশ্বাসের ছেলে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৪টার দিকে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ওয়ান শুটারগান ও ৪টি গ্রেনেড উদ্ধার করা হয় ও তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে।