সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২০ Time View

গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

সভায় বক্তৃতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৮ ফিল্ড রেজিমেন্ট মেজর মো. আবিদ হাসান, রাজবাড়ীর সিভিল সার্জন, ডা. এস. এম. মাসুদ, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আবু রাসেল প্রমুখ। এছাড়া রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, রাজবাড়ী জেলার উপজেলা নির্বাহী অফিসারগণসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

গুরুত্বপূর্ণ এ সভা শেষে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটিসহ অন্যান্য সভা অনুষ্ঠিত হয়। সভাসমূহে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com