কালুখালী থানার পুলিশ শনিবার একটি চোরাই পানির পাম্পসহ দুইজনকে গ্রেফতার করেছে।
কালুখালী থানা সূত্র জানায়, কালুখালী থানাধীন মহেন্দ্রপুর স্থায়ী ক্যাম্পের ইনচার্জ এসআই নজরুলের নেতৃত্বে একটি আভিযানিক দল কালুখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১টি চোরাই পানির পাম্পসহ ২ জন আসামীকে গ্রেফতার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।