সোমবার, ১০ মার্চ ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

রমজান উপলক্ষে জেলা প্রশাসনের বাজার মনিটরিং চলছে

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১০৪ Time View

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং এর অংশ হিসেবে শুক্রবার রাজবাড়ী সদরের মাংসবাজার, কাঁচাবাজার এবং দুধবাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। কাঁচাবাজারে সবজি ও বিভিন্ন পণ্য, বিশেষত বেগুন, আলু, লেবু ও শসার দ্রব্যমূল্য যাচাই করা হয়। পরিদর্শনকালে মাংস বাজারে নির্ধারিত মূল্য সংবলিত তালিকা না টানানোর জন্য ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়। সকল ব্যবসায়ীকে অতিরিক্ত মুনাফা না করার জন্য পরামর্শ প্রদান করা হয়।

এ কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ। ক্যাবের প্রতিনিধি নাসির উদ্দীন এবং সাধারণ ক্রেতাবৃন্দ মনিটরিং কার্যে সহযোগিতা করেন।

এর আগে বৃহস্পতিবার গুড়বাজার ও কাঁচাবাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। বাইরের ধুলা ও মাছি হতে রক্ষার জন্য বিক্রেতাদের গুড় ও মিষ্টি দ্রব্যাদি সর্বদা ঢেকে রাখার ব্যাপারে সতর্ক করা হয় এবং এর স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে ধারণা দেয়া হয়। এছাড়া বিভিন্ন দোকানে তরমুজের ক্রয় ভাউচার ও খুচরা বিক্রয়মূল্য যাচাই করা হয়। দোকানিদের যৌক্তিক মুনাফায় পণ্য বিক্রয়ের পরামর্শ দেয়া হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com