ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বৃহস্পতিবার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। সরকারি সফরের অংশ হিসেবে এ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার শহীদ সাগর চত্বর উদ্বোধন করেন এবং শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। পরে তিনি সাম্প্রতিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারসহ অসহায় নারীদের আর্থিক সহায়তা দেন। এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।
স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি কোমলমতি শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপনসহ উপজেলার অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।