রাজবাড়ীতে জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যের বাজার কর্মসূচি নামে খাদ্যপণ্য বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
শুরুতে টেবিলে সাজানো হয় নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের সবজি ও ফল। পরে অন্যান্য অতিথিদের উপস্থিতিতে বেলুন উড়িয়ে ও ফুলের ফিতা কেটে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ।
এসময় জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, বর্তমানে বিভিন্ন কারণে বাজারে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছে। এই পবিত্র রমজানে তাদের কেনাকাটার সুবিধার জন্য অর্থাৎ অতিরিক্ত মূল্য দিয়ে যাতে কিছু কিনতে না হয় সেই লক্ষেই আমাদের এই আয়োজন।
এই ন্যায্য মূল্যের বাজারে স্টল নিয়েছেন বেশ কয়েকজন সবজি চাষীরাও। যারা তাদের ক্ষেত থেকে সরাসরি সবজি সরবরাহ করছেন এই বিক্রয়কেন্দ্রে। বিভিন্ন সবজির স্টল নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী এর শিক্ষার্থীরাও। পাশাপাশি সেখানে কার্ড ছাড়াই জনসাধারণের জন্য প্রতিদিন ৮শ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রির আয়োজন করা হয়েছে।
এখান থেকে পণ্য কেনার সুবিধা সম্পর্কে জানতে চাইলে ক্রেতা রিপন মন্ডল বলেন, আমি একটি তরমুজ কিনেছি যার বাজার মূল্য প্রায় ৪শ টাকা। এখানে আমি সেটা ২৭০ টাকায় কিনতে পারছি। আয়োজনটা আমার কাছে খুবই ফলপ্রসূ মনে হয়েছে।
এ কর্মসূচি চলবে ঈদের আগেরদিন পর্যন্ত। প্রতিদিন সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে বেচাকেনা।