গতকাল রোববার রাজবাড়ীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
‘তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে’ স্লোগানে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে এ দিবস পালিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় ভোটার দিবস শুভ উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। পরে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রুবায়েত ফেরদৌস, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম, জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাবৃন্দ।