রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সহকারী শিক্ষক আতাউর রহমান ফিরোজের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সূর্যদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আলী রেজা চৌধুরী, মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বাচ্চু মোল্লা, সহকারী শিক্ষক আব্দুস সামাদ সবুজ, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রিয়াজ উদ্দিন, অভিভাবক কামাল হোসেন মধু, প্রাক্তন ছাত্র মো. রুবেল উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিন। তিনি ছাত্র-ছাত্রীদের বলেন, তোমরা হেলায় সময় নষ্ট না করে মনোযোগ দিয়ে পরিক্ষার প্রস্তুতি নিবে। তোমরা যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে আমাদের বুক গর্ভে ভরে উঠবে। তোমরাই একদিন বড় বড় অফিসার হবে। তাই ভালো রেজাল্ট অর্জন করতে পড়ালেখার কোন বিকল্প নেই।