ফরিদপুর সদরে এইচআইভি এইডস, বাল্য বিবাহ, ইভটিজিং ও ডেঙ্গু জ্বর বিষয়ে জনসচেতনতামূলক নাটক ‘পদ্মা পাড়ের মানুষ’ মঞ্চায়িত হয়েছে। শুরুতে সঙ্গীত পরিবেশন করেন দোলনচাঁপা সঙ্গীতাঙ্গন, গোয়ালন্দ। বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টায় ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে ফরিদপুর সিএন্ডবি ঘাটে সম্মিলিত নাট্যদল গোয়ালন্দের পরিচালনা ও পরিবেশনায় এ সচেতনতামূলক নাটক ‘পদ্মা পাড়ের মানুষ মঞ্চস্থ হয়। এতে অভিনয় করেন সম্মিলিত নাট্য দলের অভিনয় শিল্পী মো. ইসলাম মোল্লা, মাইনদ্দিন মানু, আব্দুল আজিজ, প্রণব ঘোষ, সাধন কুমার সাহা, নিকবার আলী নিকু, শহিদুল ইসলাম, সাইফুর রহমান পারভেজ ও শিশু শিল্পী শাওন। সঙ্গীত পরিবেশন করেন দোলনচাঁপা সঙ্গীতাঙ্গনের শিল্পী নুরুল হক মিলন, সিরাজ কাজী, রাজ্জাক।
দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মো. জুলফিকার আলী। এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. ফারুক, মাঠ সংগঠক রাসেল আহম্মেদ, মেডিকেল টেকনোলজিস্ট চাঁদনি আক্তার, প্যারামেডিক মো. সাব্বির, রূপা মন্ডল, শামিমা আক্তার, পিয়ার এডুকেটর সাহিদা আক্তার প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ, সুধীজনসহ দর্শকমন্ডলী।