রাজবাড়ী সুইমিংপুলে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে গত শনিবার রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ প্রমুখ।