টিম রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগে ৮০টি হতদরিদ্র পেয়েছে ইফতারের খাদ্য সামগ্রী। শুক্রবার সকালে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ চত্ত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে এক বস্তা চাল, এক কেজি মশুর ডাল, দুই লিটার সয়াবিন তেল, এক কেজি বেসন, এক কেজি সোলা, এক কেজি মুড়ি, এক কেজি খেজুর, এক কেজি চিনি, এক কেজি লবণ, দুই কেজি চিড়া, এক কেজি পেঁয়াজ ও পাঁচ কেজি আলু।
ইফতার সামগ্রী বিতরণকালে বক্তৃতা করেন টিম রাজবাড়ী ফাউন্ডেশনের উপদেষ্টা নাসিম শফি, সুজিৎ নন্দী, সভাপতি জয়ন্ত কুমার দাস, সহ সভাপতি কমলকান্তি সরকার, মুহাম্মদ সাইফুল্লাহ, সহ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ইউনুস মুন্সী, কার্যনির্বাহী সদস্য সাবরীন সুমী, মিজানুর রহমান, সুমন মল্লিক প্রমুখ।
বক্তারা বলেন, রমজানে হতদরিদ্র মানুষ সারাদিন রোজা রেখে ইফতার করতে পারে তারা সে চেষ্টা করেছেন। তারা সাধ্যমত কিছু পরিবারের সহযোগিতায় এগিয়ে এসেছেন। ভবিষ্যতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সমাজের বিত্তবান মানুষ যদি হতদরিদ্রের সাহায্যে এগিয়ে আসত তাহলে তারা ঈদে সবার মতই আনন্দ করতে পারত।