রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পূজা উদযাপন কমিটি থেকে পদত্যাগ করেছেন চিত্তরঞ্জন কুন্ডু। তিনি পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বুধবার দুপুরে রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম মার্কেটে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে চিত্তরঞ্জন কুন্ডু বলেন, ‘আমি পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের নির্বাহী কমিটির একজন উপদেষ্টা। বিগত রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে নতুন কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তার প্রেক্ষিতে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের প্রাক্কালে মৌখিকভাবে কিছু নীতিমালা মেনে চলার কথা হয়। একটি কথা বিশেষ ভাবে আসে, তা হলো যে রাজনৈতিক দলেরই সদস্য হোক না কেন তিনি যেন পূজা উদযাপন পরিষদের কার্যক্রমে তার দলীয় কোনো প্রভাব না খাটায়, যা আমরা প্রায় ১৫ বছরের অতিতে প্রায়ই পরিলক্ষিত হতে দেখেছি।’
তিনি আরও বলেন, এই কমিটির কর্তাব্যক্তিরা নিজেদের দলীয় পরিচয় হিসেবে বা দলীয় উৎশৃঙ্খল লোকদের সাথে যোগাযোগ রেখে সালিশী ব্যবস্থা করতে সচেষ্ট থাকতে দেখা যাচ্ছে। এই কমিটি শক্তিশালী নেতৃত্ব নিয়ে গঠিত। কিন্তু অতীতের কথাবার্তা তুলে এনে হিন্দুদের মধ্যে আবার বিভক্তি এবং ধর্মীয় শৃঙ্খলা ভঙ্গ করার ঘটনা ঘটছে। এসব বিষয় নেতৃবৃন্দকে অবহিত করা হলেও এক্ষেত্রে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তার প্রেক্ষিতে আমি এই কমিটির উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি। এসময় তিনি পূজা উদযাপন পরিষদের কার্যনিবাহী কমিটির সভায় পদত্যাগ পত্রটি গ্রহণ করার অনুরোধ জানান।