রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখায় জিয়া মঞ্চের ৫৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে এক বিশেষ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে মো. আজাদ শেখ, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা ও সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামকে মনোনীত করা হয়েছে।
জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখার আহবায়ক খন্দকার মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিছুর রহমান মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহবায়ক ইদ্রিস খান, আবুল হোসেন অপু, মো. রঞ্জু আহমেদ, সদস্য রহিমুজ্জামান লিটন, মো. আবু দাইয়ান জাহাঙ্গীর, মোজাহার উদ্দিন বাবলা প্রমূখ।
এসময় শহীদ জিয়াউর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জিয়া মঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাসহ সংগঠনের নেতাকর্মীরা নতুন কমিটির নেতৃত্বে গোয়ালন্দ উপজেলায় দলকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।