দুর্নীতি, ধর্ষণ, ডাকাতি ও চাঁদাবাজি বন্ধের পদক্ষেপ দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদ। বুধবার সন্ধ্যায় মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক রুপম কুমার দে, উপজেলা কমিটি সদস্য শাহরিয়ার দ্বীন প্রমুখ।
বক্তারা বলেন, দেশে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে মানুষ হত্যা করা হচ্ছে। প্রতিনিয়ত রাস্তায় যানবাহনে ডাকাতি হচ্ছে। মানুষের ঘরে ঢুকে স্বামী সন্তানের সামনে নারীকে ধর্ষণ করা হচ্ছে। গত সাত মাসে একটি ঘটনার বিরুদ্ধেও তেমন কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি। বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তাই অবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি।