গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনশল্লীতে অবস্থিত অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া পায়াকট বাংলাদেশ সংস্থার সভা কক্ষে এ সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে পুনরায় নতুন কমটি ঘোষণা করা হয়। সংস্থার ম্যানেজার মজিবর রহমান খান জুয়েল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীন।
উপস্থিত ছিলেন পায়াকট বাংলাদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার (শিক্ষা) শেখ রাজিব, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু, দৈনিক জনকন্ঠ ও দেশ টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীমসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভা শেষে দ্বি-বার্ষিক সম্মেলনে নির্বাচন পরিচালনা করার লক্ষ্যে পায়াকট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মজিবর রহমান খান জুয়েলকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়। ভোট গ্রহণের দায়িত্ব পালন করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. প্রান্ত দাস, পায়াকট বাংলাদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার (শিক্ষা) শেখ রাজিব। ভোট গ্রহণ শেষে সম্মেলনের প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন দ্বি-বার্ষিক সম্মেলনের ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে পুনরায় সভানেত্রী নির্বাচিত হয়েছেন মোছা. ফরিদা পারভীন, সহ সভানেত্রী মোছা. শাহনাজ বেগম, তাসলিমা বেগম, সাধারণ সম্পাদক মর্জিনা বেগম, যুগ্ম- সাধারণ সম্পাদক মোছা. দেবী বেগম, কোষাধ্যক্ষ জেলি বেগম, কার্যকরী সদস্য মোছা. পূর্ণিমা বেগম, সেলিনা বেগম, সুফিয়া বেগম, হাসিনা খাতুন, মোছা. মিনু নির্বাচিত হয়েছেন।