আসন্ন পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা ও সর্বস্তরে আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে রাজবাড়ীতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইলিয়াস মোল্লা। বাংলাদেশ খেলাফত যুব মজলিস রাজবাড়ী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, বাংলাদেশ খেলাফত যুব মজলিস রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি ক্বারী মাসুদুর রহমান, বাইতুল মাল সম্পাদক মো. আল-আমিন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।