কালুখালীতে মাদক সেবনের দায়ে একজনকে কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল মতিন শিকদার (৫০)। সে কালুখালীর বোয়ালিয়া গ্রামের মৃত জয়নাল শিকদারের ছেলে। মঙ্গলবার দুপুরে আব্দুল মতিন শিকদার তার নিজ বসত বাড়িতে ট্যাপেনট্যাডোল ট্যাবলেট সেবন করছিলো। এসময় কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ এর নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়ীতে অভিযান চালায়। অভিযানকালে মতিনকে ট্যাপেনট্যাডোল ট্যাবলেটসহ আটক করাহয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।