রাজবাড়ীর পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে ১ টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজ সহ সাইদুল শেখ (৩৯) নামে একজন কে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত ৩টার দিকে উপজেলার শরিষা ইউনিয়নের বাঘারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইদুল শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাত ৩ টার দিকে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন এর নেতৃত্বে এসআই ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শরিষা ইউনিয়নের বাঘারচর এলাকার মোঃ নুর আলী শেখ এর বসত বাড়ীর উত্তর পাশে কাঁচা রাস্তার উপরে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার সহ সাইদুল শেখকে গ্রেফতার করা হয়। এসময় ওইখানে থাকা অজ্ঞাতনামা আরো ৩/৪ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।