রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’-স্লোগানে কমিউনিটি পুলিশিং ও আইন শৃঙ্খলা বিষয়ক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩ টায় দৌলতদিয়া রেষ্ট হাউজ মাঠ চত্বরে গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে এ নাগরিক সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলামের সভাপতিত্বে এস আই ফারুকের সঞ্চালনায় নাগরিক সভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও নাগরিক কমিটির সদস্য মো. খালেক বেপারী, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও নাগরিক কমিটির সদস্য মো. মোহন মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও নাগরিক কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম, দৌলতদিয়া বিএনপি’র নেতা মো. মোসারফ হোসেন মন্ডল, দৌলতদিয়া বেপারী পাড়া প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক ও নাগরিক কমিটির সদস্য মো. মমিন সরদার, দৌলতদিয়া মডেল হাইস্কুলের শিক্ষক ও নাগরিক কমিটির সদস্য মো. মেহেদি হাসান, দৌলতদিয়া ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মো. মাইনউদ্দিন সরদার, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ আলী শিপন প্রমুখ।