রাজবাড়ীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঢাকা রেঞ্জ এর উপমহাপরিচালক মো. আশরাফুল আলম, বিএএমএস, বিভিএমএস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী স্থানীয় সরকার উপপরিচালক মল্লিকা দে, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব, ফরিদপুর বিভিএমএস, জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য। সার্বিক তত্ত্বাবধান করেন ড. মোস্তারী জাহান ফেরদৌস, বিএএমএস, জেলা কমান্ড্যান্ট, রাজবাড়ী।