রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রয়াত আফছার আলী সরদারের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার ৭ নং ওয়ার্ডের বদরুল সরদারের বাড়িতে এ স্মরণসভা আয়োজন করা হয়। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব ও আকমল হোসেন, আবুল হোসেন কলেজের অধ্যক্ষ চৌধুরী এহসানুল করিম হিটু, জেলা কৃষক দলের আহ্বায়ক আযুবুর রহমান আযুব, সাবেক যুবদল নেতা শামছুল আলম শাহিন, পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম রানা, যুগ্ম আহ্বায়ক কাউসার মাহমুদ, মনোয়ার হোসেন মিন্টু, যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়রু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার পিয়া, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, সাংগঠনিক সম্পাদক রাজিয়া বেগম, বিএনপি নেতা রফিকুল ইসলাম জীবন ও রাকিবুল ইসলাম জনি প্রমুখ। প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।