নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে আগামী ২৩ ফেব্রুয়ারি রাজবাড়ীতে জনসভার প্রস্তুতি সভা করেছে পৌর বিএনপি। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যড. আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজি, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বিদায়ী সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমূখ।