রাজবাড়ীর গোয়ালন্দে ১শ বলের খেলা আদর্শগ্রাম প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার দুই দল চূড়ান্ত হয়েছে। দল দুটি হলো: মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদ ও দুরন্ত ক্রিকেট একাদশ, গোয়ালন্দ। সোমবার বিকেলে গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ২য় সেমিফাইনাল খেলায় ৭২ রানের বিশাল ব্যবধানে চমক সংগঠন পাংশা ক্রিকেট একাদশকে পরাজিত করে দুরন্ত ক্রিকেট একাদশ, গোয়ালন্দ ফাইনালে উন্নীত হয়।
রবিবার বিকেলে ১ম সেমিফাইনাল খেলায় পাংশা ক্রিকেট একাডেমী ১০০ বল খেলে ১৪৭ রান করতে সক্ষম হয়। জবাবে মাইনউদ্দিন মন্ডল স্মৃতি সংসদ ৮ বল ও ৪ উইকেট হাতে রেখেই ১৪৮ রান করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বিজয়ী দলের আশিক ৫৭ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। টুর্নামেন্টটির আয়োজনে রয়েছে গোয়ালন্দ পৌরসভার ৮ নং ওয়ার্ড আদর্শগ্রাম ইয়াং টাইগার্স ক্রিকেট একাদশ। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ব্যক্তিগত ৮৬ রান করে ও বলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন দুরন্ত ক্রিকেট একাদশের খেলোয়াড় মহব্বত হোসেন রোমান। ম্যাচসেরার পুরস্কার তুলে দেন গোয়ালন্দের ক্রীড়া সংগঠক মো. সাজ্জাদ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য মো. রাশেদ শেখ, রায়হান শেখ প্রমুখ। আয়োজক কমিটির সদস্য মো. রাশেদ শেখ ও রায়হান শেখ জানান, এ টুর্নামেন্টের ফাইনাল খেলার সময়সূচী পরে জানানো হবে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল নগদ ৫০ হাজার টাকা ও ট্রফি এবং রানারআপ দল নগদ ৩০ হাজার টাকা ও ট্রফি পাবে।