রাজবাড়ীর গোয়ালন্দে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন এর উদ্যোগে দরিদ্র ও মেধাবী ১০০জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু মাতব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী ও কুশাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যদু ফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭০ জন শিক্ষার্থীর মাঝে এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
এসময় হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন, যদু মাতব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকুল, বিদ্যালয়ের সভাপতি সামসুল হক, সংগঠনের সদস্য সুলতান মাহমুদ, কাউয়ুম মোল্লা, মুখ্য সংগঠক শেখ আয়নাল আহসান, শাহীনুর রহমান শাহীন, ইব্রাহীম সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।