আমরা মানবতার সেবায় নিঃস্বার্থভাবে কাজ করি। রক্তদানের সময় জাতি ধর্ম বর্ণ রাজনীতি এসব দেখার সুযোগ নেই। রক্ত দিয়ে জীবন বাঁচানোটাই বড় কথা।
রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী পর্বে এমন কথাই বলেন স্বেচ্ছাসেবীরা। প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠান প্রাঙ্গন।
শুক্রবার দিনব্যাপী রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের উপদেষ্টা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা. শেখ মুহাম্মদ রেজাউল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুর জব্বার।
সংগঠনের সমন্বয়কারী সোনিয়া আক্তার স্মৃতির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাকিবুল হাসান পিয়াল ভাইস চেয়ারম্যান রাজবাড়ী উপজেলা পরিষদ, লাইলি নাহার সাবেক সভাপতি রাজবাড়ী মহিলা পরিষদ, আবুল হোসেন কলেজের শিক্ষক হিটু চৌধুরী, মো. ইকবাল হোসেন প্রধান শিক্ষক, ইয়াছিন উচ্চ বিদ্যালয় ।
রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী সোনিয়া আক্তার স্মৃতি বলেন, মানুষ যখন আমাদের কাছে রক্তের জন্য যোগাযোগ করে তখন আমরা জাত, ধর্ম, বর্ণ, দল কিছুই দেখি না। আমরা নিজ দায়িত্বে নিজের রোগী মনে করে রক্তদাতা যোগাড় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি এবং রক্তদাতা নিয়ে হাসপাতালে ছুটে যাই । স্বেচ্ছাসেবী কাজ করতে গিয়েও মানুষের নানান কথা শুনতে হয়। কিন্তু আমি কোনো কিছুতেই কান দিতে চাই না। যত বাধাই আসুক আমার কাজ আমি করে যাবো।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. কামরুজ্জামান রুবেল।
আলোচনা শেষে দুই গুণীজন, সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাজবাড়ী ব্লাড ডোনাার্স ক্লাবের এডমিন পাভেল রহমান, আশ্রাফ বাবু, আলমগীর সুজন, রাশিদুল ইসলাম, আসাদুল্লাহ আল মামুন, এস এম রাহিদ রানা, মোঃ আরিফ হোসেন রাকিব, মোঃ নাসির শেখ, আশরাফুল আলম, ইয়াসিন রাজ, তানিয়া আক্তার প্রিয়া, মোহাম্মদ সুজন হোসেন সাকিব দেওয়ানসহ এডমিন প্যানেলের সকল সদস্যবৃন্দ অনুষ্ঠানে সহযোগিতা করেন।