ইসকন’ নিষিদ্ধের দাবি ও ইসকন সন্ত্রাসী কর্তৃক চট্টগ্রামে আদালত চত্বরে অ্যডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন করেছে তৌহিদি জনতা। শনিবার গোয়ালন্দ বাজার বড় মসজিদ সংলগ্ন তৌহিদি জনতার ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা ইমাম কমিটির সভাপতি ও পৌর জামায়াতের সভাপতি জালাল উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে ও উপজেলা মডেল মসজিদের ইমাম ও পৌর ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আজম আহমাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি শামসুল হুদা, উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু সাঈদ, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের ধর্মীয় সম্পাদক হাফেজ আব্দুল আলিম, উজানচর ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মুফতি আব্দুল আজিজ, দেবগ্রাম ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি হাফেজ আব্দুল মালেক প্রমুখ।